এসডিজি হ্যাকাথন ৩.০-এর নিবন্ধন চলছে
- প্রযুক্তি ডেস্ক
- ১৮ জুন ২০২২, ০০:০০
বাংলালিংক তৃতীয়বারের মতো ‘এসডিজি হ্যাকাথন-কোড ফর এ কজ’-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। অ্যাপ স্টোর অ্যাপলিংক (https://applink.com.bd)-এর সঙ্গে সম্মিলিতভাবে আয়োজিত হবে ২৪ ঘণ্টাব্যাপী এই হ্যাকাথন। এসডিজি, করপোরেট, বিনোদন ও গেমিংয়ের মতো বিষয়ে ডিজিটাল সমাধান প্রদানে কোডার, ডিজাইনার ও অ্যাপ ডেভেলপাররা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এতে বিজয়ী দল অ্যাপলিংক-এ নিজেদের অ্যাপ উন্মুক্ত করার সুযোগ পাবে। হ্যাকাথনে অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থীদের https://sdghackathon.banglalink.net ভিজিট করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ দিন ১৫ জুলাই ২০২২।
রেজিস্ট্রেশন করা দলগুলোর মধ্য থেকে ১৫টি দলকে অভিজ্ঞ মেন্টররা নির্বাচিত করবেন। এই দলগুলোকে নিয়ে শুরু হবে ২৪ ঘণ্টাব্যাপী হ্যাকাথন। অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি অ্যাপলিংক-এর জন্য অভিনব ডিজিটাল সমাধান বের করতে হবে প্রতিযোগীদের। অ্যাপলিংক সম্পর্কে জানতে ভিজিট করতে হবে অ্যাপলিংক-এর ডেভেলপার পোর্টাল (https://dev.applink.com.bd)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা